Posts

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত

সদর নিউজ 24।নিজস্ব সংবাদদাতা উত্তর চব্বিশ পরগনা।  8th June. ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত এর সংখ্যা। ইটালি কে টপকে বিশ্বে ষষ্ঠ স্থানে পৌছল ভারত। গত একমাসে সংখ্যা ষাট হাজার থেকে বেড়ে প্রায় দুই লক্ষ ষাট হাজার হয়েছে। নানান মহলে এখন পুনরায় লকডাউন করার দাবি উঠছে। আশংকায় দিন কাটছে দেশবাসীর। 

আম্ফান

সদর নিউজ 24 . নিজস্ব সংবাদদাতা।  24 মে 2020 .  আম্ফান এর বহু ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বিদ্যুৎ বিহীন উত্তর চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা। অভিযোগ, দেখা মেলেনি জনপ্রতিনিধি দের, মেলেনি সরকারি সাহায্য ও। ক্ষোভে ফুসছেন ক্ষতিগ্রস্ত মানুষের একাংশ।  প্রশ্ন উঠছে সরকারের কি ক্লাবকে অনুদান না দিয়ে বিদ্যুৎ এর মত জরুরি  পরিষেবা গুলির পরিকাঠামোর উন্নতি করা উচিত নয় ?

ইউথ পাওয়ার নামক সংগঠনের ক্ষুধার্তদের অন্ন পরিবেশন ।

সদর নিউজ 24 । নিজস্ব সংবাদদাতা।  নিউটাউন । 18 May । লকডাউন এর সময়ে বাংলা সাক্ষী থেকেছে একাধিক সমাজসেবী সংগঠনের মানবিক মুখের।  ঠিক সেই পথেই নিউটাউন এর ইউথ পাওয়ার নাামক সংগঠনের পক্ষ থেকে গতকাল রবিবারে প্রায় 250 জন ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া হয়। কমিউনিটি কিচেন এর মাধ্যমে খাদ্য রান্না এবং পরিবেশন করা হয়। সংগঠনের সদস্য অপূর্ব মন্ডল আমাদের প্রতিনিধি কে জানিয়েছেন যে আগামী দিনেও প্রতি শনি ও রবিবার তারা এভাবেই মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করবেন । এছাড়াও সংগঠনটি এলাকায় অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় সামগ্রী নানান সময় পৌছে দিয়েছেন যার ফলে উপকৃত হয়েছেন বহু পরিবার ।  

পুজোর বোনাস বাবদ মাত্র দুইশত টাকা বৃদ্ধি

সদর নিউজ 24 .  নিজস্ব সংবাদদাতা  উত্তর চব্বিশ পরগনা।  14 May. পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ। কারণ সরকারের ই এক বেতনবৃদ্ধির অর্ডার। শুনতে অবাক লাগলেও লকডাউন এর মধ্যে পুজোর বোনাস বাবদ মাত্র দুইশত টাকা বৃদ্ধি করে বেতনবৃদ্ধির ঢালাও প্রচার করার অভিযোগে ক্ষুব্ধ কর্মীরা।  তাদের বক্তব্য তাদের দীর্ঘ দিনের ডি এ বকেয়া রয়েছে।  সাধারণ মানুষ লকডাউন এর সময়ে বোনাস বৃদ্ধির বিষয়টি ভুল ভাবে নিচ্ছেন।  তাদের ন্যায্য বকেয়ার প্রচার  হয় না কিন্তু মাত্র দুশ টাকার বৃদ্ধির প্রচার হচ্ছে। সরকার এ বিষয়ে কি বক্তব্য পেশ করেন এখন সেটাই দেখার ।

করোনা আক্রান্ত কামারহাটি ফাঁড়ির এএসআই

সদর নিউজ। নিজস্ব সংবাদদাতা।  কামারহাটি।  11 May . এই মুহুর্তের বড় খবর ! করোনা আক্রান্ত কামারহাটি ফাঁড়ির এএসআই, ভর্তি বারাসত করোনা হাসপাতালে । আইসোলেশনে তার সহকর্মী রা। চিন্তিত জেলার পুলিশ কর্মীরা। প্রশ্ন উঠছে - পিপিই ছাড়া কতদিন পুলিশকর্মীরা তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন ?

মছলন্দপুরে জেলার পুলিশ কর্তারা।

সদর নিউজ 24 । নিজস্ব সংবাদদাতা।  মছলন্দপুর, উত্তর চব্বিশ পরগনা  । 9 ই মে 2020। আজ বারাসাত পুলিশ জেলার মছলন্দপুর পুলিশ ফাঁড়িতে এক অভূতপূর্ব কর্মসূচির আয়োজন করা হয়। করোনা মোকাবিলায় লকডাউন মেনে চলার বার্তা মানুষের কাছে তুলে ধরার জন্য মছলন্দপুর রাজপথে " লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন সুস্থ থাকুন " এর মত সচেতনতামূলক বার্তা লেখার জন্য রং-তুলি ধরলেন খোদ জেলার বিভিন্ন উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। উপরোক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন অ্যাডিশানাল এসপি হেডকোয়ার্টার শ্রী রূপান্তর সেনগুপ্ত, আইপিএস অসীম খাঁ, ডিএসপি ট্রাফিক, মছলন্দপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চিন্তামণি নস্কর,মছলন্দপুর ফাঁড়ির এএসআই বিশ্বজিৎ কুণ্ডু সহ একাধিক পুলিশ কর্মী এবং আধিকারিক গন । এছাড়া আধুনিক ড্রোন এর সাহায্যে এলাকায় পরিদর্শন করা হয়।  সবমিলিয়ে এহেন কর্মসূচীর ফলে খুশি মছলন্দপুর এর সচেতন বাসিন্দারা ।

মৃত্যু ইলেকট্রিক মিস্ত্রি এর

 সদর নিউজ 24। 8 May নিজস্ব সংবাদদাতা।  অশোকনগর অশোকনগরে বৈদ্যুতিক কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ইলেকট্রিক মিস্ত্রি এর। তার বাড়ি আসরাফাবাদ এলাকায়।  ঘটনার ফলে শোকস্তব্ধ গোটা এলাকা।